হুমায়ুন কবির, দৈনিক প্রভাতী বাংলাদেশ
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং গৌরীপুর সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার ০৪ জন আসামী কে গ্রেফতার করা হয়।
শুক্রবার (০৯ মে) নান্দাইল মডেল থানা পুলিশ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ কর্তৃক সূএ জানান, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানার নিয়মিত মামলা নং - ১(০২)২০২৫ ,বণিত মামলার তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত ডেভিল আসামি ১৷ মো: গোলাম মোস্তুফা সরকার (৪৮) (জাতীয় শ্রমিকলীগের নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক) পিতা: মৃত মালেক সরকার সাং চারআনি পাড়া, মামলা নং ০২(০১)২৫ এর তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামি ২৷ এম সাইদুজ্জামান উরফে ফারুক মন্ডল (৫৩), মামলা নং ১০(০৫)২৫ এর সন্দিগ্ধ গ্রেফতারকৃত আসামি কুখ্যাত গরু চোর ৩৷ আবুল কাশেম (৫২) এবং মাদক মামলা নং ১৩(০৫)২৫ ধারা - ৩৬(১) সারনির ১০(ক)/৪১ এর এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামি ৪৷ চান মিয়া(৩৭) সহ মোট ০৪ (চার) জন আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।