হারুন আর রশিদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের দক্ষিণ -পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। গতকাল বেলা ৩টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৩৪ শতাংশ। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গা মানুষের জীবনযাত্রা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এমন তাপপ্রবাহ আরো অন্তত তিন দিন চলতে পারে, যদি বায়ুপ্রবাহের বর্তমান গতিপ্রকৃতি একইরকম থাকে। স্বাস্থ্য বিভাগ দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরাসরি রোদে না থাকার পরামর্শ দিয়েছেন। চুয়াডাঙ্গায় তীব্র গরমে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। জেলার শহর ও গ্রামীণ এলাকায় গরমে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে
খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষজন রোদে হাফসাফ করছেন।
https://youtu.be/rf7Vf4K4O2c?si=VYySYiLG7PtuJ897
অনেকেই হিটস্ট্রোক, পানিশূন্যতা ও দুর্বলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র। এদিকে তিব্র গরম ও রোদের কারণে শ্রমিক, দিন মজুর ভ্যান-রিকসা চালকরা গরমে অস্থির হয়ে পড়েছে। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠান্ডা পরিবেশে গা এলিয়ে দিচ্ছেন। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে আবার অনেকে জরুরী প্রয়োজন ও জীবন জিবিকার তাগিদে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। অনেক পথচারী ছাতা মাথায় দিয়ে বের হচ্ছেন। চুয়াডাঙ্গা মুন্সিগঞ্জের কয়েকজন খেটে খাওয়া দিনমজুর জানান, গত দুই দিন খুব গরম পড়ছে। আজ রোদের তিব্রতা অনেক বেশি, খুব কষ্ট হচ্ছে কাজ করতে। এমন গরম পড়লে কাজ করা কষ্টসাধ্য হবে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরো বাড়তে পারে জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী ১৩ই মে পর্যন্ত ক্রমেই বাড়তে পারে। ৪০ ডিগ্রি পার হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরমের তীব্রতা কমবেনা