আরিফুর রহমান তীব্র, দৈনিক প্রভাতী বাংলাদেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর উদ্যোগে ”তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ” শীর্ষক সেমিনার চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত সেমিনারের বিষয়বস্তু ছিল ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আরো উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।