নিজাম উদ্দিন হারুন, দৈনিক প্রভাতী বাংলাদেশ
রোজ বৃহস্পতিবার ১০:০০ ঘটিকায় পিরোজপুর জেলার পুলিশ পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনা ও জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট বুঝাইয়া দেওয়া হয়।
https://youtu.be/rf7Vf4K4O2c?si=CmHUEGnTiHg0WSyx
পিরোজপুর জেলার বিভিন্ন সময়ে বিভিন্ন থানার হারানো মোবাইল সংক্রান্তে জিডিসমুহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা হতে ২৫টি হারানো বিভিন্ন ব্রান্ডের এনড্রয়েড মোবাইল ফোন ও ০২ টি হ্যাকড্ হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক একাউন্ট) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে Vivo, Redmi, Samsung, Oppo, Realme সহ বিভিন্ন নামীদামী ব্রান্ডেরও মোবাইল রয়েছে। সদর থানার জিডি মুলে- ০৬ টি, ইন্দুরকানী থানা- ০২টি, মঠবাড়ীয়া থানা- ০৪টি, নাজিরপুর থানা- ১০টি, কাউখালী থানা- ০৩টি।
https://youtu.be/XKLBZexjL6k?si=qNtF30U33tCHLLTo
ভুক্তভোগীরা তাদের ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পিরোজপুর জেলা পুলিশের এরকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যহত থাকবে। জেলা পুলিশ সবসময় জনগনের পাশে অবস্থান করছে।