আরিফুর রহমান তীব্র, দৈনিক প্রভাতী বাংলাদেশ
একটি মানবিক আবেদন: নাম: মোহাম্মদ উল্লা। বাড়ির নাম আজিজ পলোয়ান বাড়ি ভালোবাসার প্রিয় শহরের / গ্রামের মানবিক মানুষগুলো যারা সামাজিক /মানবিক কাজগুলো সুনামের সাথে করে আসতেছে অতীতের ন্যায়।
তা সত্যিই প্রসংশার দাবিদার। তারই ধারাবাহিকতায় আজ গ্রামের সকলের কাছে একটি মানবিক আবেদন নিয়ে আসলেন মোহাম্মদ উল্লাছবিতে যাকে দেখছেন হয়তো ওনি আপনাদের কারো অগ্রজ,অনুজ বা সহপাঠী বন্ধু বা আত্নীয়/এলাকার।
গত দুই বছর আগে বিল্ডিং ছাদের উপর থেকে নিচে পড়ে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।সেই দুর্ঘটনায় পায়ের এক পাশ থেকে শুরু করে পিছনে অনেক বড় পেক্সার হয়।
গত এক বছর একটানা ১ বছর চিকিৎসা নিয়েছেন। ঢাকায় নিজের শেষ সম্বল জমি বিক্রি করে, কিন্তু আশানুরূপ সাফল্য দেখা দেয়নি।
দুর্ঘটনার শিকার হওয়ায় কারনে কাজ করতে পারেন না। ১ সন্তান নিয়ে খুব কষ্টে জীবনযাপন করতেছেন।এমতাবস্থায় গ্রামের সকল বিত্তবানদের কাছে মোহাম্মদ উল্লা চিকিৎসার জন্য আর্থিক সাহায্য সহযোগিতা চেয়েছেন। যাতে ওনি ওনার অসম্পূর্ণ চিকিৎসা সম্পূর্ণ করতে পারেন।