নওগাঁ জেলার সাপাহার উপজেলার নির্মল ইউনিয়নের বাসিন্দা ও বিশিষ্ট কীটনাশক ও সার ব্যবসায়ী বিএনপি'র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
https://youtu.be/rf7Vf4K4O2c?si=dH9SfV8Xc22Smp9D
বৃহস্পতিবার (আজ) আনুমানিক সকাল ১০টার দিকে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
https://youtu.be/ZVngKJe0aBk?si=b6IGVKRkOTgco-5u
গোলাম রব্বানী স্থানীয়ভাবে একজন পরিচিত ও জনপ্রিয় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।