মামলা সুত্রে জানা যায়, সাইফুল ইসলাম, পিতা সোহরাব আলী, গ্রাম কান্দুলী উপজেলা ঝিনাইগাতী জেলা শেরপুর, সহ ২৩ আসামী গত ২৩ ফেব্রুয়ারী সন্ধ্যা ৮ টার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী লোহার রড পিস্তল কিরিচ দিয়ে বাদীকে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে, পরবর্তীতে বোমা ফাটিয়ে পালিয়ে যায়।
ঘটনা ঘটিয়েছে গোলাম বাজার রোড দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির কার্যালয় আবুল কাসেম সম্রাটের ক্লাবে।অনুসন্ধানে জানা যায় এই সাইফুল একটা সময় ছাত্র লীগের সন্ত্রাসী ছিলো, সেই সন্ত্রাসী ক্ষমতা বলে আওয়ামী লীগের আমলে একটা সরকারি ব্যংকে চাকুরী নেয়।
পরবর্তীতে যুবলীগে যোগ দিয়ে তার সন্ত্রাসী কর্মকান্ড আরো বেপরোয়া হয়ে যায়। তার বিরুদ্ধে আরো অভিযোগ আছে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে কক্সবাজার সহ বিভিন্ন হোটেল নিয়ে মাদক সেবনসহ মেয়েদের সাথে নিজের যৌন লালসার তৃপ্তি নিতো।একাধিক বার তার মোবাইল ফোনে কল করলে তা রিসিভ হয়নি।