হাছিবুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ
লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে স্ত্রী রহিমা বেগমের শরীরে আগুন ধরিয়ে দিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী নুরুল আলম। পরে দুইজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতাল, পরে আশংকাজনক অবস্থায় ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, গত তিন বছর আগে রহিমা বেগমকে বিয়ে করেন নুরুল আলম। রহিমা বেগম নুরুল আলমের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকে নানা কারণে পারিবারিক বিরোধ চলে আসছে তাদের সংসারে। ইতিমধ্যে রহিমা বেগম কাদের সিকদার নামে এক যুবকের সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়ে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিরোধ লেগে থাকতো। এর জের ধরে বৃহস্পতিবার সকালে কানিবগাচর এলাকায় স্বামী-স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া ও কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী নুরুল আলম ছোট বোতলের একটি সিলিন্ডার গ্যাস রহিমা বেগমের গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টা করে। পরে নিজেও গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয়রা তাদের দুইজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে দুইজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূইঁয়া বলেন, ‘পারিবারিক বিরোধ ও পরকীয়ার জেরে স্ত্রী রহিমা বেগমকে গায়ে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টা করে নুরুল আলম। পরে নিজেও গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।