হাছিবুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মো. আব্বাস পাটোয়ারী বাবর (৩০) নামে একজন উপসহকারী কৃষিঈ কর্মকর্তা নিহত হয়েছেন।
https://youtu.be/XKLBZexjL6k?si=DCVIis5OYny7v7-y
বৃহস্পতিবার (৮ই এপ্রিল ) দুপুরে আনুমানিক ২টায় তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলায় কর্মস্থল থেকে নিজ বাড়ি রামগতিতে ফেরার পথে রামগতি উপজেলার হাজিগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
https://youtu.be/rf7Vf4K4O2c?si=F32mCZVfh7vFk2AO
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।নিহত আব্বাস পাটোয়ারী সেনবাগ উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।