1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা গাজীপুর মহানগরের বিএনপি’র ৪ নেতাকে বহিষ্কার

মেহেরপুরে জামাতার ছু,রি,কা,ঘা,তে চাচা শশুর খু,ন, শ্যালক আহত

জেলা প্রতিনিধি মেহেরপুর, 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি মেহেরপুর, 

মেহেরপুর গাংনী উপজেলায় মাদকাসক্ত জামাতা সবুজ আহম্মেদের ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা শশুর ইলিয়াস হোসেন (৪৭)। আজ বৃহস্পতিবার ভোর ৪টায় উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে ইলিয়াস হোসেনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন শ্যালক আব্দুল্লাহ হোসেন(২৫)। তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

নিহত ইলিয়াস গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মৃত নেকছার মন্ডলের ছেলে ও ঘাতক সবুজ আহম্মেদ একই উপজেলার ষোলটাকা ইউনিয়নের ষোলটাকা গ্রামের ময়নাল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মৃত আবুল বাসারের মেয়ে সালমা খাতুনের বিয়ে হয় ষোলটাকা গ্রামের বাসিন্দা মইনাল হোসেনের ছেলে সবুজ আহম্মেদের সঙ্গে। গত মাসের ২৪ তারিকে সবুজ আহম্মেদ মাদব সেবন করে সালমাকে মারধর করে। এতে সালমা অভিমান করে তাঁর বাপের বাড়ি উপজেলার গাড়িবাড়িয়া গ্রামে চলে আসে। আজ ভোর ৪টায় সবুজ সালমাকে নিতে আসে। সালমার ছোট ভাই আব্দুল্লাহ হোসেন তাকে ঘরে বসতে বলে। কিন্তু সবুজ কোন কথা না বলে সালমাকে নিয়ে যেতে চাই। সালমা তাঁর সঙ্গে যেতে না চাওয়ায় শ্যালক আব্দুল্লাহ হোসেনকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। আব্দুল্লাহ চিৎকার দিলে তাঁর ছোট চাচা ইলিয়াস হোসেন সবুজকে প্রতিহত করতে আসলে তাকেও উপুর্যপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই ইলিয়াস হোসেন মৃত্যুবরণ করে। পরে স্থানীয়রা সবুজ আহম্মেদকে মারধর করে একটি কক্ষে বন্দি করে রাখে। পরে পুলিশ এসে সবুজকে থানা হেফাজতে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া আফরিন বলেন, হাসপাতালে আসার আগেই মারা গেছে রোগী। তাদের দু’জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আহত আব্দুল্লাহ হোসেন বলেন, ” আমার বোন সালমা খাতুনের ২০১৭ সালে বিয়ে হয় উপজেলার ষোলটাকা গ্রামের মইনাল হোসেনের ছেলে সবুজ আহম্মেদের সঙ্গে। তাদের পাচঁ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। গত মাসের ২৪ তারিখে আমার বোন সালমাকে তাঁর মাদকাসক্ত স্বামি সবজু আহম্মেদ ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের করে দেই। এর পর থেকে সালাম আমাদের বাড়িতেই রয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টায় সবুজ ষোলটাকা থেকে আমাদের বাড়িতে সালমাকে নিয়ে যেতে আসে। ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হতেই সবুজ বাড়ির মুল ফটকে দাড়িয়ে ছিলো। এসময় সবুজ তার কোমরে থাকা দেশীয় ছুরি দিয়ে আমার পেটে আঘাত করে। আমি চিৎকার করলে আমার ছোট চাচা ইলিয়াস হোসেন ছুটে এসে সবুজকে থামাতে যায়। এসময় সবুজ তার পেটেও চুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আমার চাচা মৃত্যুবরণ করে।

মেহেরপুর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সবুজ আহম্মেদকে আটক করা হয়েছে। নিহত ইলিয়াস হোসেনের লাশ জেনারেল হাসপাতাল থেকে মর্গে পাঠানো হয়েছে। গাড়াবাড়িয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট