মাহবুবুল আলম, দৈনিক প্রভাতী বাংলাদেশ
উল্লেখ্য যে গত ১৪ই জানুয়ারী ২০২৪ ইং তারিখে (লোহাশহর বাজার সংলগ্ন ফুলবাড়িয়া, ময়মনসিংহ) বাজুয়া নদীর সেতু থেকে একটি মালবোজাই ট্রাক্টর, সেতুটির পশ্চিম পাশে বাম দিকের রেলিং ভেঙে প্রায় ২৫ ফিট নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই গাড়িটির চালক মারা যান। গাড়ির হেলপার ও গুরুতর আহত হয়।
https://youtu.be/rf7Vf4K4O2c?si=N-r895kkYbVJVc5B
আছিম বাজার থেকে হাসেনের মোড় হয়ে সাগরদিঘী বাজারে যাতায়াতের জন্য এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ততম রাস্তা এবং যথেষ্ট যানবাহনের চাপ থাকে এই রাস্তায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে দীর্ঘ ছয় মাস অতিবাহিত হওয়ার পরেও এ ভাঙ্গা রেলংটি যথাযথ কর্তৃপক্ষের নজরে আসেনি। এখন অনেকটা ঝুঁকি নিয়ে এই সেতুটির উপর দিয়ে যানবাহন চলাচল করছে।
https://youtu.be/XKLBZexjL6k?si=Iy_UB_yyGEmNAgJS
যেকোনো সময় রেলিংটির ভাঙ্গা অংশ দিয়ে যানবাহন অথবা পথচারী সেতু থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যেনো অতি দ্রুত রেলংটির ভাঙ্গা অংশ মেরামত করে নির্বিঘ্নে সেতু পারাপারে যানবাহন ও যাত্রীদের সহায়তা করার জন্য অনুরোধ জানাচ্ছি।