বিশেষ প্রতিবেদন
বরগুনা জেলা পরিষদ কর্তৃক বরগুনা জেলার আমতলী পুরাকাটা খেয়াঘাটে ভাড়া বৃদ্ধি ও মাঝিদের যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার উদ্যোগে জনগণের পক্ষে চার দফা দাবি ঘোষণা করা হয়েছে বরগুনা জেলার আমতলী পুরাকাটা খেয়াঘাটের ইজারা বাতিল করতে হবে। জেলা পরিষদ কর্তৃক ধার্যকৃত ২৫ টাকা ভাড়ার বাতিল করে ১০ টাকা করতে হবে।
মাদরাসা, স্কুল ও কলেজের সকল শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ভাড়া ফ্রি করতে হবে।ফেরিতে বাইসাইকেল, মটর সাইকেল, রিকশা ও অটো ভাড়া ফ্রি করতে হবে।
https://youtu.be/rf7Vf4K4O2c?si=kBFVKO0xx0bnX8ne
এই চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২০ মে রোজ মঙ্গলবার বেলা ১০ ঘটিকার আমতলী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান প্রদান করা হবে ইনশাআল্লাহ সকলের উপস্থিতি একান্ত ভাবে কাম্য।
https://youtu.be/ZVngKJe0aBk?si=fSlaNlJL88CnWwJD
জমায়েত স্থান আমতলী বাধঘাট বায়তুন নুর জামে মসজিদ আমতলী বরগুনা যোগাযোগ মাওঃ মীর মুহাম্মদ সুলাইমান ও সাধারণ সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা 01737911483