হুমায়ুন কবির/জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং গৌরীপুর সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে যুবলীগ সভাপতি কে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৮ মে) নান্দাইল মডেল থানা পুলিশ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ কর্তৃক সূএ জানান বিশেষ অভিযান পরিচালনা করে যুবলীগ সভাপতি কে গ্রেফতার করা হয়। এবং তার নামে অত্র থানার নিয়মিত মামলা নং - ১(০২)২০২৫ , ধারা - সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)এর ৬/৮/৯/১০/১১/১২/১৩ এর সূএে বণিত মামলার তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত ডেভিল আসামি ১৷ মো: শহিদুল ইসলাম উরফে রুমন (৪৫) (নান্দাইল থানাধীন ১৩ নং চর বেতাগৈর ইউনিয়ন যুবলীগের সভাপতি) পিতা: মৃত রুহুল আমিন সাং চরশ্রীরামপুর যুবলীগ সভাপতি কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবলীগ সভাপতি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।