নাজিরপুর প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আগামী ১৬ মে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা এবং ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় নাজিরপুর উপজেলা বি এন পি কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ বেলায়েত হোসেন মাঝির সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তাওহিদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক আসিব জামাল খান, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম সজল ও যুগ্ম আহ্বায়ক মোঃ আপেল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনি বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। দেশ গঠনে তরুনদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: তাওহীদুল ইসলাম বলেন, অতীতের বিভিন্ন আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দল যেভাবে রাজপথে থেকেছে আগামী দিনগুলোতেও দেশের স্বার্থে গনতন্ত্র প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দল রাজপথে থাকবে।
উল্লেখ্য আগামী ১৭ মে বরিশাল ও খুলনা বিভাগের যৌথ উদ্যোগে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ খুলনায় অনুষ্ঠিত হবে।