মাহবুবুল আলম, দৈনিক প্রভাতী বাংলাদেশ
আশিকের বাসস্থান ভবানীপুর গ্রামের, ফুলবাড়িয়া থানার, ময়মনসিংহ জেলায়। আশিক বীর মুক্তিযোদ্ধ আমিনুল হক মেম্বারের বড় নাতি। আমিনুল হক সাহেব মৃত্যুর পূর্বে ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসার খরচ বহন করতে সমস্ত জমি জমা বিক্রি করে একেবারে অর্থশুন্য হয়ে পড়েন। ওনার মৃত্যুর পর উনার দুই ছেলে অটো গাড়ি চালিয়ে সংসার চালাত।
বড় নাতি আশিক একজন কলেজের ছাত্র। তার বাবা তাকে একটি অটো গাড়ি কিস্তিতে কিনে দেন। সেই গাড়ি চালিয়ে আশিক পড়ালেখার খরচ চালাতো।দুর্ভাগ্যবশত গত দুই মাসে আশিক দুটি অটো গাড়ি চুরি হয়ে যায়। এতে থমকে যায় তার জনজীবন।
বন্ধ হয়ে যায় কলেজের খরচ চালানোর উপায় ও কিস্তি পরিশোধ করার টাকা উপার্জনের পথ। এমত অবস্থায় আশিক এখন প্রায় পাগল পাড়া। একদিকে কলেজে যেতে পারছে না অপরদিকে কিস্তি পরিষদের জন্য লোন প্রদানকারী সংস্থা রীতিমতো চাপ দিচ্ছেন। আশিক অনেকটা নিরুপায় কিভাবে সে সামাল দেবে তার এই বিপদের মুহূর্তটা। নিরুপায় হয়ে আশিক এখন মানবিক সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন। কোন সহৃদয়বান ব্যক্তি যদি আশিককে একটি অটো গাড়ি ব্যবস্থা করে দেন। তাহলে সে হয়তো পড়ালেখার খরচ চালিয়ে যেতে পারবেন এবং তার গাড়ির কিস্তির টাকা পরিশোধ করতে পারবেন।
তাই কেউ যদি আশিক কে একটি অটো গাড়ি ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আশিক তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আশিকের সাথে যোগাযোগের জন্য তার মোবাইল নাম্বার নিম্নে প্রদান করা হলো (8801976751560)