ফরিদ আলম, দৈনিক প্রভাতী বাংলাদেশ
তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১০ মে ২০২৫, শনিবার, চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারুণ্যের সমাবেশ। এই ঐতিহাসিক সমাবেশকে ঘিরে কক্সবাজারসহ সারাদেশের তরুণদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা ও প্রত্যাশা।
https://youtu.be/rf7Vf4K4O2c?si=Vo3PN766n-8c_774
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এক বিবৃতিতে কক্সবাজারের তরুণ সমাজকে সমাবেশে যোগ দেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,
আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। কক্সবাজারের প্রতিটি ইউনিটের রাজনৈতিক তরুণদের প্রতি আমার আহ্বান,আপনারা এই সমাবেশে যোগ দিয়ে তারেক রহমানের এবং দেশনেত্রী বেগম জিয়ার হাতকে শক্তিশালী করুন, গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের লড়াইকে বেগবান করুন।
কক্সবাজার জেলার বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী এবং তরুণ এই সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শহর থেকে শুরু করে সদর উপজেলা, মহেশখালী, টেকনাফ,উখিয়া, রামু, ঈদগাহ, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলার নেতাকর্মীরা ইতোমধ্যে যানবাহন সংস্থানসহ সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছেন।
https://youtu.be/XKLBZexjL6k?si=d6u53kNJQlPljGqj
তরুণদের প্রতিনিধিত্বকারী একাধিক স্থানীয় সংগঠনের নেতা জানিয়েছেন, বর্তমান দমন-পীড়নমূলক পরিবেশে মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে। এ অবস্থায় তারুণ্যের সমাবেশ, হবে একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ এবং দাবি আদায়ের মঞ্চ।সমাবেশে তরুণ নেতৃত্ব, ছাত্র সমাজ, পেশাজীবী, মৎস্যজীবী ও শ্রমজীবী শ্রেণির প্রতিনিধি বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
লুৎফুর রহমান কাজল আরও বলেন,সমাজ পরিবর্তনের হাতিয়ার হলো তরুণরা। আমি বিশ্বাস করি, কক্সবাজারের তরুণরা আবার প্রমাণ করবে, এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তারা নির্ভিক ও অগ্রণী ভূমিকা রাখতে প্রস্তুত।