আলামিন হোসেন, দৈনিক প্রভাতী বাংলাদেশ
গাইবান্ধার সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রির টাকাসহ মাদক কারবারি স্বাধীন মিয়াকে আটক করেছে যৌথ বাহিনী।
গতকাল বুধবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের দরিচড় থেকে তাকে আটক করা হয়।
https://youtu.be/rf7Vf4K4O2c?si=MOhShDrxeiO1KUE4
আটককৃত স্বাধীন মিয়া (৩৫) সদর উপজেলার কামারজানি ইউনিয়নের দরিচড় গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত স্বাধীন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ দরিচড় এলাকায় স্বাধীন মিয়ার বাড়ির সামনে স্কুল মাঠ থেকে ১৩ পিস ইয়াবা, ১টি স্মার্ট ফোন ও মাদকদ্রব্য বিক্রির ২৮৫০ টাকাসহ তাকে হাতেনাতে আটক করে।
https://youtu.be/XKLBZexjL6k?si=lDRr-JS5vON5RXjj
গাইবান্ধা সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক মুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে জেলা জুড়ে পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে সেনাবাহিনী।