রাছেল হোসাইন, দৈনিক প্রভাতী বাংলাদেশ
কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিপুর গ্রামের সুচিত্রা রাণী (২৮) পিতা শ্রী সুধীর চন্দ্র স্বামী গৌরচন্দ্র নামের এক গৃহবধু গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে । গত ৭-০৫-২০২৫ তারিখে ১২.২০ মিনিট এ ঘটনা ঘটে।
https://youtu.be/rf7Vf4K4O2c?si=g8uHCJ-zxlIxjqBT
এলাকাবাসীর সূত্র জানা যায় ঋণ এর টাকা বেশি হলে মাঝে মধ্যে স্বামীর সাথে ঝগড়া হত ।সকালে স্বামী গৌরচন্দ্র চন্দ্র কাজে বের হয়ে গেলে সুচিত্রা রানী সন্তান গুলো কে স্কুলে পাঠিয়ে আত্মহত্যা করে । বিষয়টা তার শাশুড়ি সাধিকা রানী বুঝতে পারলে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
https://youtu.be/XKLBZexjL6k?si=po2NYYedXEaJmnmZ
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। আত্মহত্যার বিষয়টা জানতে পারলে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান ময়না তদন্ত জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠিয়ে দেয়। সুচিত্রা রানী আত্মহত্যা ফলে তার এলাকায় শোকের ছায়া পড়েছে।