নিজস্ব প্রতিবেদক,
রাজশাহীর বাগমারা উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মেহেদী হাসান। বুধবার (৭ মে) তিনি উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে, গত ২৯ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন বদলি হলে এ পদটি শূন্য হয়ে পড়ে। পদটি শূন্য থাকাকালে অতিরিক্ত দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম। বৃহৎ ও গুরুত্বপূর্ণ এ উপজেলার ভূমি সংক্রান্ত কার্যক্রম সচল রাখতে দ্রুত সময়ের মধ্যে নতুন কর্মকর্তা পদায়ন করা হয়।
মোহাম্মদ মেহেদী হাসান এর আগে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রথমবার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। বাগমারা উপজেলা তাঁর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তৃতীয় কর্মস্থল।
নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নাগরিক সেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাগমারার মানুষের প্রত্যাশা, তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা এই উপজেলায় ভূমি সেবার মান আরও উন্নত করবে।