মোঃ আবুল কাশেম খাঁন,স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুলিশের অভিযানে তিনটি রেজিস্ট্রেশনবিহীন চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) দুপুরে উপজেলার দাসেরবাজার এলাকা থেকে প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার ও দুটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বড়লেখার চন্দ্রগ্রামের রাজন আহমেদ মাসুম (২৪), সিলেটের ওসমানীনগরের শষারকান্দি গ্রামের সাইফুল ইসলাম (১৯), পূর্ব মোবারকপুর গ্রামের মোস্তাকিম আহমেদ নাহিদ (২০) এবং সাইটধা গ্রামের সিরাজুল ইসলাম (১৯)।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম সরকার জানান, দাসেরবাজার সিএনজি স্ট্যান্ডে স্থানীয় জনতা তিনজন সন্দেহভাজনসহ একটি নম্বরবিহীন সিএনজি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, সিএনজিটি সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে চুরি করে বড়লেখার রাজন আহমেদ মাসুমের কাছে বিক্রির জন্য এনেছে। তাদের দেওয়া তথ্যমতে, পুলিশ রাজন আহমেদ মাসুমকে তার বাড়ি থেকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে আরও দুটি চোরাই সিএনজি উদ্ধার করে।
ওসি আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট ও মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় চোরাই যানবাহন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।