মোহাম্মদ হানিফ,দৈনিক প্রভাতী বাংলাদেশ
সংবাদ- ফেনীতে আওয়ামী লীগের দুই আইনজীবি এড: শাহজাহান সাজু ও এড: নাসির উদ্দিন কে ৪/৫ ই আগষ্টে ২০২৪ ছাত্র আন্দোলনে মিছিলে হামলাও হত্যার চেষ্টা মামলায় দুই জন আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত।মঙ্গলবার ৬মে দুপুরে এক আইনজীবী আত্মসমর্পণ করে ও অপর আইন জীবি কে তার চেম্বার থেকে পুলিশ গ্রেফতার করে, আদালতে হাজির করলে আদালত নির্দেশ দেন।দুই জনে একজন জেলা আওয়ামী লীগের আইন বিষক সম্পদক ও অপরজন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। এড: এম শাহজান সাজু এর পরিবার থেকে দাবী করছে তার স্বামীর বিরুদ্ধে কোন মামলা না থাকার পর ও পুলিশ তাকে গ্রেফতার করেছে শুধু মাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণে।পুলিশ বলেছে ৪ আগষ্টের ছাত্র জনতা আন্দোলনে মিছিলে হামলা ওহত্যার চেষ্টায় ইন্দন রয়েছে বলে জানিয়েছেন।ফেনী মডেল থানার ওসি শামসুজ্জমান বলেন একটি হত্যাচেষ্টায় ও বিস্ফোরণ আইনে মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।অপর দিকে একই ঘটনায় সোনাগাজী সরকারী কলেজ ছাএদলের সাধারণ সম্পাদক কাজী আরিফুল ইসলাম আহাদের দায়ের কারা একটি হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন এড: নাসির উদ্দিন বাহার।এর আগে তিনি উচচ আদালত থেকে আাগাম জামিন নেন।তিনি সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন।বাদী পক্ষে আইন জীবি মেজবাহ উদ্দিন ভুইয়া বলেন সিনিয়র আইনজীবি।তারা দুই জনে স্হানীয় আওয়ামী লীগের পদ পদবীতে আছেন।ছাএ আন্দোলনের মিছিলে হামলার ঘটনার ইন্দন থাকায় তাদেরকে আদালত কারাগারে পাটিয়েছেন।