হুমায়ুন কবির,জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং গৌরীপুর সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ০৯ জন আসামী কে গ্রেফতার করা হয়।
বুধবার (৭ মে) নান্দাইল মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে নান্দাইল থানার নিয়মিত মাদক মামলা নং ১১(০৫)২৫ ধারা - ৩৬(১) সারনির ১০(ক) উদ্ধার ১৯ (উনিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এর
এজাহারনামীয় আসামি ১৷ কাঞ্চন সরকার (৩৫) ৷ মামলা নং ১০(০৫)২৫ এর গরু চুরি মামলার সন্দিগ্ধ আসামি ২৷ জালাল উদ্দীন উরফে ঝালু (৪০)ও নন এফআই আর নং ৭২/২৫ এর গ্রেফতারকৃত জুয়াড়ি আসামি ৩৷ হাকিম মিয়া (৪২) ৪৷ আসাদ মিয়া (২৫) ৫৷ তমজিদ (৩৩) ৬৷ কুঞ্জন (৪৮) ৭৷ সাফায়েত (৩২) ৮৷ আনোয়ার হোসেন (৩৩) ৯৷ খোকন মিয়া (৩২) গাঙ্গাইল ইউপির সুন্ধাইল গ্রামের জুয়ারি সহ মোট ০৯ (নয়) জন আসামী কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।