হামিদুর রহমান,দৈনিক প্রভাতী বাংলাদেশ
নওগাঁ জেলার সাপাহার উপজেলা থেকে আজ সকাল আনুমানিক ৯ টা ১০ মিনিটে হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন একদল হাজী। তাঁদের হজযাত্রার সার্বিক দায়িত্বে রয়েছেন মাওলানা মোঃ হেফাজ উদ্দিন।
ধর্মপ্রাণ এই হাজীদের সুষ্ঠু ও নির্বিঘ্ন হজ পালনের জন্য স্থানীয়ভাবে দোয়ার আয়োজন করা হয়। পরিবার-পরিজনের শুভকামনার মধ্য দিয়ে তাঁদেরকে বিদায় জানানো হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি তাঁদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় সফর, এবং সকলের কাছে দোয়া চেয়েছেন যেন তারা নিরাপদে হজ সম্পন্ন করে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন।স্যার নিউজটি ধরার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল