আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি।
আশাশুনি উপজেলার দরগাহপুর ও কাদাকাটি ইউনিয়নের মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে যাওয়া ধাপুয়ার খাল জলমহল পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। বুধবার বিকালে তিনি সরেজমিন পরিদর্শনে যান।
জরমহলের মধ্যবর্তী স্থানে নির্মানাধীন ধাপুয়ার খাল ব্রীজ এর উপর দাড়িয়ে তিনি জলমহলটি ইজারা পেতে আকেদনকারীদেন সাথে কথা বলেন। জলমহলের সার্বিক অবস্থা, আবেদনকারী সমিতির অবস্থান, কাগজপত্র সম্পর্কে খোজ খবর নেন। উপস্থিত ব্যক্তিবর্গ জানান, জলমহলের মধ্যবর্তী পয়েন্ট থেকে খাসবাগান মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর দূরত্ব ১ কি:মি:। একই স্থান থেকে কোদাল শাহ জেলে মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর দূরত্ব অনুমান ৫ কি:মি:। অপর দিকে ভরসা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর দুরত্ব প্রায় ২৫/৩০ কি:মি:। এসি ল্যান্ড রাশেদ হোসাইন সমিতি তিনটির সভাপতিকে বৃহস্পতিবার দুপুরে তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার অফিসে পৌছাতে নির্দেশনা প্রদান করেন। এসময় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, খাসবাগান সমিতির সভাপতি ফারুক হোসেন, সেক্রেটারী আবু সাইদ, কোদাল শাহ সমিতির সভাপতি মধু সুদন মন্ডল, ভরসা সমিতির সভাপতি জিল্লুর রহমান, অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।