1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

গফরগাঁওয়ে কলেজছাত্রী অপহরণ: আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ

০৭/০৫/২৫ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্তি ইউনিয়নের বড় বাড়ি গ্রামের এক কলেজছাত্রী অপহরণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে গফরগাঁও উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচিতে অংশ নেন অপহৃত শিক্ষার্থীর স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দৈনিক প্রভাতী বাংলাদেশকে জানান, সামিয়া জাহান মিথিলা (১৭) নামের ওই ছাত্রী গফরগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ৯ এপ্রিল সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে অটোরিকশাযোগে রওনা দেন মিথিলা। পথিমধ্যে ওঁৎ পেতে থাকা একই গ্রামের কয়েকজন যুবক, আশরাফুল (পিতা মজনু মিয়া)-এর নেতৃত্বে চার থেকে পাঁচজন অস্ত্রের মুখে তাকে জিম্মি করে একটি অজ্ঞাত মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

ঘটনার পরই শিক্ষার্থীর মা রোহেনা খাতুন পাগলা থানায় আশরাফুলকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং গত ১২ এপ্রিল রাতে অপহৃত মিথিলাকে উদ্ধার করে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করে।

তবে মেয়েকে ফিরে পেলেও পুরো পরিবার এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন মিথিলার বাবা এনামুল হক। তিনি বলেন, “আমার মেয়েকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক তুলে নিয়ে যায়। পুলিশ আমাদের মেয়েকে উদ্ধার করলেও, অভিযুক্তরা এখনো ধরা পড়েনি। উপরন্তু বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মামলার আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত আশরাফুল ও তার ঘনিষ্ঠদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, “ঘটনার পর মেয়ের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এলাকাবাসী ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট