মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিন সহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার ৬ মে রাত ৯ টার দিকে তাদের চক্রাখালী থেকে আটক করা হয়। এসময়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিন, সুজন এবং হাবিব।
অভিযানে সেনাবাহিনীর নেতৃত্ব দানকারী মেজর দেবাশীষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী বাজার থেকে একটু ভেতরে নির্জন জায়গায় কয়েকজন সন্ত্রাসী কার্যক্রম করার জন্য অবস্থান করছে। এসময় পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেখান থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিন, সুজন এবং হাবিবকে আটক করে। এসময়ে তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, ১৭ বোতল বিদেশি মদ, দেড় কেজি গান পাউডার, কিছু দেশিয় অস্ত্র, ২ টি মোটরসাইকেল, ১০ টা মোবাইল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে খুলনা থানা সহ বিভিন্ন থানায় হত্যা সহ একাধিক অভিযোগ রয়েছে। তাদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।