নিজাম উদ্দিন হারুনঃ
বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর বরিশাল রেঞ্জের খেলা বরগুনা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ঝালকাঠী জেলা পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পিরোজপুর জেলা পুলিশ দল। তার পরিপ্রেক্ষিতে অদ্য ০৭/০৫/২৫ খ্রিঃ বুধবার পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়, জেলা পুলিশ পিরোজপুর কাবাডি দলকে অভিনন্দন জানান এবং টিমের সবাইকে আর্থিক পুরস্কারে পুরস্কৃত করেন।
পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয় এর একান্ত তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি খেলাধুলার সার্বিক উন্নতি বিধানে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে।
কাবাডি খেলায় রেঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার কারণে পিরোজপুর জেলা পুলিশের সকল সদস্য গর্বিত ও উজ্জীবিত।