1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা গাজীপুর মহানগরের বিএনপি’র ৪ নেতাকে বহিষ্কার

সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, ঔষধ ও মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরার কয়েকটি সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা, ঔষধ ও মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, বাঁকাল চেকপোস্ট, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মঙ্গলবার (৬ মে) এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল নতুন পাড়া নামক সীমান্ত থেকে ১৫০ পিস ভারতীয় কাটাগ্রা (নেশাজাতীয়) ট্যাবলেট, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল বিহারী নগর নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চৌরঙ্গী মোড় নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, বাঁকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল শশাডাঙ্গা এলাকা হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি নামক সীমান্ত থেকে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেন।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী মোড় নামক সীমান্ত থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী সীমান্ত থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা। তবে, চোরাকারবারীরা এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া তাদের আটক করতে সক্ষম হননি বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট