এম এ ফারুকী, দৈনিক প্রভাতী বাংলাদেশ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬২ পিস ইয়াবা ও বিক্রয়লব্ধ ৪,০১০ টাকাসহ মোহাম্মদ ফারুক (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) রাত ৯টা ২০ মিনিটে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারি বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মোহাম্মদ আবদুল মজিদের ছেলে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফারুককে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় ৬২ পিস ইয়াবা ও ৪,০১০ টাকা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এলাকাবাসী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।