মোহাম্মদ হানিফ, দৈনিক প্রভাতী বাংলাদেশ
সংবাদ- ফেনী হাসপাতাল অ্যাসোসিয়েচনের সভাপতি দীর্ঘ দিন হাসপাতালের বিভিন্ন অনিয়মের সাথে জডিত।গত সরকারের আমলে তার দাপটে এখন ও ঘুরে বেড়াচ্ছেন।ফেনী শহরে হাসপাতাল গুলোতে শুধু হারুন নয়,হসপিটালের নিজ ভাই জিয়াউল হক পাঠানকে শুধু মাত্র সম্পদেের ভাগাভাগি নিয়ে ফরিদ পাঠান হত্যা কারী ঘুরে বেড়াচ্ছে। প্রকাশ্য দিবালোক তাদের কে আশ্রয় দিচ্ছে। বর্তমানে একটি রাজনৈতিক দলের চত্রছায়ায় হারুন গংরা ঘুরে বেড়াচ্ছে।হারুন এর ভাতিজা কাউন্সিল খালেদ সহ ৪/৫ আগষ্টের ছাত্র জনতা হত্যার সাথে জডিত।তাদের পরিবারের অনেকেই অর্থ যোগান দিয়েছে ৪/৫ আগষ্টের ছাত্র জনতা কে হত্যা করার জন্য।নিজাম উদদীন হাজারী অর্থ যোগান দাতাদের তালিকাশ হরুন গংদের নাম সবাইর আগে।২০২০ সালে হারুন কাগজের ফুল নৌকা বানিয়ে, নিজাম উদ্দিন হাজারী হাতে হাত রেখে আওয়ামীলীগের রাজনীতিতে যোগদান করেন।সে হরুন গংরা আবার ও অদৃশ্যের ইশারাশ আবার সক্রিয় ভাবে ফেনীর রাজনৈতিক দলের সঙ্গে জডাতে যাচ্ছে। প্রশাসন এদের কেন হত্যার সাথে জডিত লোকদের গ্রেফতার করছেনা তা ফেনী বাসী জানতে চায়।ফেনী শহরের কয়েকজন লোকের সাথে আলাপ কালে জানা যায় এদেরকে যদি আবার ও রাজনীতি করার সুযোগ দেওয়া হয় তা হলে এরা আবার ও মানুষ হত্যা করতে এক চুল পরিমান ও পিছপা হবেনা।