নাজিরপুর উপজেলা প্রতিনিধি,
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে ধান কাটার মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ফলন ভাল হওয়ায় কৃষকেরা উৎসবের আমেজ নিয়ে ধান কেটে ঘরে তুলছেন।
উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের কৃষক মো: ফারুক গাজী জানান এবছর তারা যে কষ্ট করে ধান চাষ করেছেন, ফলন ভাল হওয়ায় তাদের সকল কষ্ট এখন আনন্দে পরিনত হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় তারা নির্বিঘ্নে ধান কেটে ঘরে তুলছেন।
নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইশরাতুন্নেছা এশা জানান, এবছর নাজিরপুর উপজেলায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭১৫০০ মেট্রিক টন।তিনি আশা করেন তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবছর রবি মৌসুমে তারা ১৯০০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড বীজ প্রদান করেন যার প্রতিকেজি বীজের মুল্য ৪৫০ টাকা। এছাড়াও ১৫০ জন কৃষককে সার, বীজ ও কীটনাশক প্রদান করেছেন। পার্টনার প্রকল্পের আওতায় তারা কিছু সংখ্যক কৃষকদের বীজ সংরক্ষণের জন্য ড্রাম প্রদান করেছেন।