মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনায় অনুষ্ঠিত ২০১৮ সালে চতুর্থ খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল ও বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে বিজয়ী ঘোষণার দাবি জানিয়ে দায়ের করা মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ মে। ঔই দিন বাদী পক্ষকে একতরফা শুনানির নির্দেশ দিয়েছেন খুলনা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খুরশীদ আলম।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, মামলার আবেদনের প্রেক্ষিতে আদালত ২৬ মে বাদী পক্ষকে একতরফা শুনানির দিন ধার্য করেছেন। ঔই দিন আদালত ন্যায়ের পক্ষে রায় দিবেন বলে আশা করছি। ২০১৮ সালের ১৫ মে কেসিসির চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে খুলনা মহানগর আওয়ামীলীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক মেয়র নির্বাচিত হন। কারচুপির অভিযোগে ফল বর্জন করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
এঘটনায় ২০১৮ সালের ১১ জুলাই ফলাফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন মঞ্জু। প্রায় ৭ বছর পর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আসামীদের সমন জারির মধ্যে দিয়ে মামলাটির কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে কেসিসির চতুর্থ পরিষদের মেয়াদ শেষ হয়েছে। পরিষদের মেয়াদ শেষ হওয়ায় মামলায় বিজয়ী হলেও মেয়রের দায়িত্ব পাওয়া সম্ভব নয় বলে মনে করছেন আইনজীবীরা।