মোঃ নাজিম মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের চিতলিয়া গ্রামে একটি ব্যক্তিগত ফিশারিতে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মৃত সাহাবউদ্দিন মহালদারের ছোট ভাই মাস্টার কামালের মালিকানাধীন ফিশারিতে গতকাল গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা বিষ প্রয়োগ করে। আজ (মঙ্গলবার) সকালে তিনি পুকুরে গিয়ে দেখেন, সব মাছ মরে পানির ওপরে ভেসে উঠেছে।
ক্ষতিগ্রস্ত মাস্টার কামাল বলেন, “আমি বহু বছর ধরে এই ফিশারিতে মাছ চাষ করে আসছি। মাছগুলো বাজারজাত করার প্রস্তুতি চলছিল। আজ সকালে এসে দেখি, সব মাছ মরে গেছে। এটা নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করা হয়েছে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা বা প্রতিহিংসা থেকেই এই ঘটনা ঘটানো হতে পারে। ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।