উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওয়ার্ড পরিচালন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উলিপুর পৌরসভার সম্মেলন কক্ষে ৫ ও ৬ মে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল (৬ মে) মঙ্গলবার সমাপনি দিনে পৌরসভার ৫ টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটির প্রতিনিধিরা অংশ নেয় এর আগের দিন ৪ টি ওয়ার্ডের প্রতিনিধিরা অংশ গ্রহন করে। গভর্নেন্স ইমপ্রুভমেন্ট এন্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট (জিআইসিডি) কনসালটেন্সি সার্ভিস (আইইউজিআইপি) এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং প্রশিক্ষক দিয়ে সহযোগীতা করে।
উলিপুরে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা উলিপুরে অবৈধ বালু উত্তোলন করায় ১ ব্যাক্তির ১৫ দিনের বিনাশ্রম জেল ও নিষিধ্য পলিব্যাগে চাল বিক্রির অপরাধে ১ জনের ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গতকাল মঙ্গলবার দুপুরে ঝটিকা অভিযান চালিয়ে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা উলিপুর উপজেলা সদর বাজারের ভুবেন কুমার নামের এক চাল ব্যবসায়ীর পলিব্যাগে চাল থাকার কারণে ২ হাজার টাকা জরিমানা করেন। এরপর উপজেলার দূর্গাপুরে ব্রীজের নীচে গিদারী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে হারুন অর রশীদ নামের এক ব্যাক্তির ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। হারুন অর রশীদ ঐ এলাকার মৃত: কায়ছার আলীর ছেলে।