মোঃ দেলোয়ার হোসেন কাহালু,বগুড়া প্রতিনিধি:
গত ৪/০৫/২০২৫ তারিখে মহাস্থানগড় শাহ সুলতান বলখী(রহ:) এর মাজারের পবিত্রতা রক্ষায় মদ,জুয়া, ও অসামাজিক কর্মকাণ্ড (পতিতাবৃত্তি) বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়। ইতিহাস বলে শাহ সুলতান বলখী মাহি সাওয়ার (রহ:) একজন আল্লাহর ওলি ছিলেন।
ইসলাম ধর্ম প্রচার করার জন্য মাছের পিঠে এসেছিলেন এই মহাস্থানগড়ে এখানে অনেক ইসলামী দর্শনীয় স্থান আছে। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুন্ডনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। প্রায়২৫০০ বছর আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিক ভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটি কে সার্কের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
এখানে অনেক হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করত এই মহাস্থানগড়ে। সেই সময় ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশে দরবেশ শাহ সুলতান বলখী মাহি সাওয়ার (রহ:) তৈরি করেন তার অনেক শীষ্য। শাহ সুলতান বলখী করেছেন আশ্চর্যকর কারুকাজ। মন জয় করে নিয়েছিলেন ইসলাম ধর্মলম্বী মানুষদের। বলখী কিভাবে মারা গিয়েছেন তা এখনো অজানা। তার স্মরণে রেখে যাওয়া ভক্ত বৃন্দ প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার মেলা অনুষ্ঠান করে থাকে।
আর এই মেলা কেন্দ্র করে অসামাজিক, অনৈতিক, এবং ধর্ম বিরোধী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে যা সমাজ ও ধর্মীয় অনুভূতির জন্য মারাত্মক হুমকি স্বরূপ। মেলার নামে চলে জুয়া ,মদ সেবন কেনাবেচা এবং পতিতাবৃত্তি। উল্লেখিত অপরাধগুলো বছরে অন্যান্য সময়ও কমবেশি সংঘটিত হয় যা মাজারের পবিত্রতা বিনষ্ট সহ এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছে। এই কারণে মাজারের পবিত্রতা রক্ষা ধর্মীয় সামাজিক শৃঙ্খলা রক্ষা করা এবং যুবসমাজ থেকে ভবিষ্যতে হুমকির মুখে ঠেলে দেওয়া থেকে বিরত রাখতে সীরাতে মুস্তাকীম পরিষদ বগুড়া নামে সংগঠন তারা জনকল্যাণে জনস্বার্থে কাজ করে যাচ্ছে।
এই উপলক্ষে বগুড়া সাতমাথা মুক্ত মঞ্চে বক্তব্য রাখেন সীরাতে মুস্তাকীম পরিষদ এর উপদেষ্টা বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ এর খতিব মুফতি মনোয়ার হোসেন (হাফি)। তিনি পবিত্র মাজারের অসামাজিক কর্মকাণ্ডগুলো তুলে ধরে। বক্তব্য শেষের বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক নিকট স্মারকলিপি প্রদান করেন।