স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ
০৪/০৫/২৫ ময়মনসিংহের ভালুকা পৌর এলাকায় লাইসেন্সবিহীন ও নির্ধারিত নীল রঙ ছাড়া কোনো অটোরিকশা চলাচল করতে পারবে না—এমন কঠোর নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
শুক্রবার (৩ মে) সন্ধ্যায় ইউএনওর অফিসিয়াল ফেসবুক আইডি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভালুকা পৌরসভার আওতাভুক্ত প্রত্যেকটি বৈধ অটোরিকশাকে অবশ্যই নীল রঙে রাঙানো এবং স্পষ্টভাবে লাইসেন্স নম্বর প্রদর্শন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ মে ২০২৫ তারিখের পর থেকে বৈধ লাইসেন্স ও নির্ধারিত রঙবিহীন কোনো অটোরিকশা পৌর এলাকায় চলাচল করলে সেই যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো পৌর এলাকায় যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা এবং অবৈধ যানবাহনের দৌরাত্ম্য রোধ করা।
স্থানীয় প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেক পৌরবাসী। তবে, কিছু চালক অল্প সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নে চ্যালেঞ্জের কথা জানিয়েছেন।