শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ প্রধান সড়ক চেকপোস্টে দায়িত্বরত ৬৪বিজিবি জওয়ানেরা যানবাহন তল্লাশী করে ১০হাজার ইয়াবা বোঝাই সিএনজিসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,৪মে ২০২৫ইং দুপুর দেড়টার দিকে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির চেকপোষ্ট এলাকায় দায়িত্বরত বিশেষ টহলদল টহল কার্যক্রম চালানোকালে হ্নীলা হতে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবির সদস্য কর্তৃক সিএনজিটি তল্লাশীর জন্য থামানো হয়।
উক্ত সিএনজিতে অবস্থানরত কক্সবাজার সদরের খুরুশকুল পেতনা বাপের পাড়ার গুরা মিয়ার পুত্র মোঃ নয়ন (১৮) এর পায়ের সাথে অভিনব কায়দায় ফিটিং ১০হাজার ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত যুবকের স্বীকারোক্তিতে সিএনজিতে অবস্থানরত একই এলাকার মোঃ আব্দুর রহিমের পুত্র মোঃ নাজেদ হাসান জিসান (২২) কে গ্রেফতার করা হয়।
এই ব্যাপারে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) জানান,টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ আসামীসহ উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজি আলামত হিসেবে থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।