স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ
০৪/০৪/২৫ময়মনসিংহের গফরগাঁওয়ে দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে আজ রোববার (৪ মে) ইসলামের ইতিহাস/ পদার্থ বিজ্ঞান তত্ত্বীয় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এবিষয়ে সত্যতা স্বীকার করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখারুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসার এম. এন আব্দুল্লাহ আল মামুন পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার গয়েশপুর দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে যান। এসময় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার সকল পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শ দেন উপজেলা প্রশাসন, গফরগাঁও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সকল পরীক্ষায় Zero Tolerance নীতি অব্যাহত থাকবে।