মোঃ দেলোয়ার হোসেন কাহালু (বগুড়া) প্রতিনিধি:
কাহালুতে ট্রাক চাপায় কাহালু উপজেলা আজাদ সিরামিক ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোঃ মিজানুর রহমান (২৭) বগুড়া জেলা দুপচাঁচিয়া উপজেলা মোস্তাপুর গ্রামের মোঃ মোখলেছ সরকারের ছেলে। মিজানুর রহমান বগুড়া জেলা কাহালু উপজেলা আজাদ সিরামিক ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।
গত ৪/০৫/২০২৫ তারিখে রাতের ডিউটি শেষ করে সকাল ৬.০৫ ঘটিকায় তার ব্যবহৃত মোটরসাইকেল রেজিস্ট্রেশন নাম্বার নওগাঁ-হ-১৩-৭৯১৬ যোগে আজাদ সিরামিক ফ্যাক্টরির ভেতর থেকে বের হয়ে তার শ্বশুরবাড়ি কাহালু উপজেলা নারহট্ট ইউনিয়নে মাধব বাকা গ্রামে যাওয়ার পথে কাহালু থানাধীন নারহট্ট ইউনিয়নের পাগলা পীর বাস স্ট্যান্ড থেকে ১২০০ গজ পূর্বে বগুড়া টু নওগাঁ মহাসড়কের উপর উপস্থিত হইলে পিছন দিক থেকে বগুড়া গামী অজ্ঞাতনামা ট্রাক চাপা দেয়।
ঘটনাস্থানে মিজানুর রহমান মৃত্যু বরণ করেন। মৃত্যুর ঘটনা এলাকা ছড়িয়ে পড়লে তার আত্মীয়-স্বজন এবং কাহালু থানা বিষয়টা জানতে পারে। মিজানুর রহমান এক সন্তানের বাবা ছিলেন। ট্রাকটি অজ্ঞত হওয়াই কোন মামলা হয় নাই।
পরে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান লাশটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। মিজানুর রহমান এর অকাল মৃত্যুতে শোকের ছায়া পড়েছে নিজ বাড়িও শ্বশুরবাড়িতে।