সুমন্ত তংচংগ্যা, দৈনিক প্রভাতী বাংলাদেশ
সিনিয়র সচিব মহোদয়ের বান্দরবান সফর উপলক্ষ্যে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে “জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন শীর্ষক আলোচনা সভা” জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা । সচিব জনাব নাসিমুল গণি বলেন,আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল স্তরে সম্মিলিত ভাবে এক হয়ে কাজ করতে হবে । এছাড়াও তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিগ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে সকলকে সর্তক থাকার আহ্বান জানান । তিনি বান্দরবান পার্বত্য জেলার প্রশংসা করে বলেন,প্রকৃতির মনোরম নৈসর্গিক মেঘের রাজ্য এই জেলা । এই পার্বত্য জেলা প্রকৃতির সৃষ্টিতে সৌন্দর্যে ভরপুর । এই অপার সৌন্দর্যের মাঝে কেউ আইন শৃঙ্খলা না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেন ।