মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার
“সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং – স্বাধীন গণমাধ্যম ও এআই-এর প্রভাব” ছিল এবারের প্রতিপাদ্য
কমলগঞ্জ (মৌলভীবাজার), ৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ উপলক্ষে আজ শনিবার রাত ৮টায় কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং – স্বাধীন গণমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব”।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন।
সভায় বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের সঙ্গে সঙ্গে গণমাধ্যমের ভূমিকা এবং স্বাধীনতা নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, এমনকি জনমত গঠনের ক্ষেত্রেও এখন এআই-এর প্রভাব স্পষ্ট। এই প্রেক্ষাপটে সাংবাদিকদের সাহসিকতা, পেশাদারিত্ব এবং প্রযুক্তিগত জ্ঞান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে স্বাধীন সাংবাদিকতার পথ সুগম করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।