1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভুয়া সাংবাদিক নুজরুল ইসলাম (জুলুর) বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী ।    স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা

বাগেরহাটের মংলায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা লুটপাট

সজিব শিকদার, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

সজিব শিকদার, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

বাগেরহাটের মোংলায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা ও প্রতিষ্ঠান লুটের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ নুর ইসলাম বাবুল জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দাঙ্গাবাজ, মাদক সেবনকারী ও দুর্ধর্ষ সন্ত্রাসী মোংলা উপজেলা পরিষদ এর পিছনে সত্তার লেন এর মোঃ হাবিব এর ছেলে মোঃ রবিউল (৩৫), মোঃ শফিকুল (৩০), রাতারাতি কলোনীর মোঃ আব্দুল খলিল এর ছেলে মোঃ সজল (২৮), কবরস্থান রোডের আবুল কালাম এর ছেলে মোঃ ইব্রাহিম বাবুচি (৩০) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন কিছুদিন পুর্বে পাঁচ লাখ টাকা চাঁদাদাবী করে। তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় গত সন্ধ্যা সারে ৬টার দিকে মোংলা পোর্ট পৌরসভার ০৫নং ওয়ার্ডের মামার ঘাট এলাকার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আখি এন্টারপ্রাইজ এর ভিতরে অফিস রুমে ধারালো রামদা, চাপাতী, চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত এলোপাথাড়ি মারপিট শুরু করে। ধারালো চাইজিন কুড়াল দিয়ে খুন করার জন্য মাখার মাঝ খানে কোপ দিয়ে গুরুত্বর হাঁড় কাটা রক্তাক্ত জখম করে ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে লুটপাট ও তান্ডব চালায়।

এসময়ে ব্যবসায়ীর প্যান্টের পকেটে থাকা নগদ এক লক্ষ বিশ হাজার দুইশ টদুইশ টাকা নিয়ে নেয় এবং আগামী ৭ দিনের ভিতরে চাঁদার বাকি টাকা না দিলে খুন করিয়া লাশ মোংলা পশুর নদীতে ফেলে দিবে বলে প্রকাশ্যে হুমকি দেয় বলে ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ নুর ইসলাম বাবুল রাতে মোংলা থানায় লিখিত অভিযোগ করেন।

ওই চক্রটি বিগত আওয়ামী সরকারের আমলে বীরদর্পে চাঁদাবাজী, লুটপাট,সন্ত্রাসী কর্মকান্ড চালালেও এখনো আবার বিএনপির পরিচয় দিয়ে ওই অপরাধ চালিয়ে যাচ্ছে। এতে জনমনে আতংক তৈরী হচ্ছে।মোংলা বন্দরকেন্দ্রীক ওই অপরাধী চক্রকে তুষ্ঠ না করে ব্যবসা পরিচালনা অনেকটা কস্টসাধ্য হওয়ায় প্রশাসনের সহযোগীতা চেয়েছেন ব্যবসায়ী সমাজ ও স্থানীয়রা।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো.আনিসুর রহমান বলেন,ভুক্তভোগী ব্যবসায়ীর কাছথেকে অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। মোলা থানা এলাকা অপরাধমুক্ত রাখতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান থানা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট