1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভুয়া সাংবাদিক নুজরুল ইসলাম (জুলুর) বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী ।    স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা

বকশীগঞ্জে অপসারণ করা হলো দশানী নদীর সেই বাধ

মাহফুজুর রহমান সাইমন :
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

মাহফুজুর রহমান সাইমন :

জামালপুরের বকশীগঞ্জে পানি প্রবাহ বন্ধ করে দশানী নদীতে নির্মিত দুটি বাধ অপসারণ করা হয়েছে।
শুক্রবার (২ মে) বিকালে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে চর আইরমারী এবং খাপড়া পাড়া গ্রামে নির্মিত বাধ দুটির অপসারণ করা হয়।
এর ফলে স্বস্তি ফিরেছে উজানের ২০ গ্রামের মানুষের মধ্যে। এতে রক্ষা পেয়েছে শত শত বিঘা জমির আধাপাকা ধান। তবে হতাশা ব্যক্ত করেছেন নদী পাড়ের মানুষ। এক দিকে উচ্ছ¡াস দেখা দিলেও অন্যদিকে কালো মেঘের ছায়া দেখছেন নদী পাড়ের মানুষ গুলো।
জানা গেছে, সম্প্রতি দেওয়াগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খাপড়া পাড়া ও সাধুরপাড়া ইউনিয়নের চর আইরমারী গ্রামের মানুষ দশানী নদীর পানি প্রবাহ বন্ধ করে পাল্টা পাল্টি দুটি বাধ নির্মাণ করেন। নদী ভাঙন রোধে সরকারি কোন উদ্যোগ না থাকায় স্থানীয় কয়েকটি গ্রামের মানুষ নিজেদের অর্থায়নে বাধ দুটি নির্মাণ করেন। বাধ নির্মাণের ফলে সাধুরপাড়া, বগারচর ও বাহাদুরাবাদ ইউনিয়নের ২০ টি গ্রামের ফসলি জমির ধান ক্ষেত তলিয়ে যায়। বাধ নির্মাণ নিয়ে উজানের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা প্রশাসনের নিকট বাধ দুটি অপসারণে লিখিত অভিযোগ দায়ের করেন।

এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১ মে) বকশীগঞ্জ উপজেলা প্রশাসন বাধ অপসারণে দশানী নদীতে যৌথ অভিযান পরিচালনা করেন। পরে এলাকাবাসীর বাধার মুখে ফিরে আসে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। বাধা অপসারণে বাধা দেওয়ায় দুই ব্যক্তিকে ৬ মাস করে জেল দেয় ভ্রাম্যমাণ আদালত।

পরদিন শুক্রবার (২ মে) বিকালে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় স্থানীয় এলাকাবাসীর সঙ্গে দফায় দফায় বৈঠকের পর বাধ নির্মাণকারী খাপড়া পাড়া ও চর আইরমারী এলাকাবাসী বাধ অপসারণে রাজী হন। পরে বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এলাকাবাসীর সহযোগিতায় বাধ দুটি অপসারণ করা হয়। বাধ দুটি অপসারণের পর উজানের মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ¡াস দেখা দেয়।

তারা উপজেলা প্রশাসন , বকশীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অপরদিকে চর আইরমারী গ্রাম ও খাপড়া পাড়া গ্রামের মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা জানান, বাধ দুটি অপসারিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে ওই এলাকায় নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট