মাহমুদুল হাসান আঃ কাদির বিশেষ প্রতিনিধি:
যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়ে গেছে। আগামী ৫ মে’র পরিবর্তে ৬ মে (মঙ্গলবার) তিনি দেশে ফিরবেন।
শনিবার (৩ মে) রাত পৌনে ১২টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
খালেদা জিয়ার চিকিৎসক স্থায়ী কমিটির ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় এ তথ্য জানান শায়রুল কবির খান।
এর আগে, শনিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমে জানান, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া।
তারও আগে আগে বিএনপি চেয়ারপারসনের বাংলাদেশ বিমানে করে দেশে আসার কথা ছিল।
বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া, স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
সন্ধ্যায় বিএনপির যৌথ সভা
বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন খালেদা জিয়া আমরা পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করি: তারেক রহমান নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরছেন খালেদা জিয়া ।