হুমায়ুন কবির, দৈনিক প্রভাতী বাংলাদেশ
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে এবং গৌরীপুর সার্কেল স্যারের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার ৪ জন আসামী গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩রা মে) নান্দাইল মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানার নিয়মিত মামলা নং - ০২(০১)২০২৫ , সূএে বণিত মামলার তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামি ১৷ সিরাজুল ইসলাম (৬৫) মামলা নং ৩০(০৪)২৫ এর মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামি ২৷ আরজু মিয়া (১৯) ও অএ থানার সি আর ওয়ারেন্টভুক্ত আসামি ৩৷ শামছুনাহার (২৯) নান্দাইল থানার নন এফ আই আর নং ৭০/২৫ এর গ্রেফতার কৃত আসামি ৪৷ লালন মিয়া (১৯) সহ মোট ০৪ (চার) জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।