আরিফুর রহমান তীব্র, দৈনিক প্রভাতী বাংলাদেশ
কথায় আছে চোরে শুনেনা ধর্মের কাহিনী, একজন ক্রেতা অভিযোগ করে বলেন, আমি গরিব মানুষ, ২/৪ মাসে একবার গরুর গোস্ত ক্রয় করতে পারি না,কিন্তু আজকে মেয়ের শশুর বাড়ির থেকে মেহমান আসছে, তাই চন্দ্রগন্জ বাজারে আসছি গরুর মাংস ক্রয় করতে, ২ কেজি গরুর গোস্ত ক্রয় করার পরে দেখি ৩শ গ্রাম ওজনে কম, পরে গোস্ত ব্যবসায়ীর সাথে জগড়ার সৃষ্টি হয়, ক্রেতা ২ কেজি গরুর গোস্ত ক্রয় করে পাশের দোকানে ওজন করলে এতে দেখা যায় ৩ শত গ্রাম গোস্ত ওজমে কম দিলেন গোস্ত ব্যবসায়ী,ভোক্তা অধিকারের সুদৃষ্টি কামনা করেন ওই ক্রেতা, ২ কেজি গরুর গোস্তে ৩শ গ্রাম ওজনে কম।