গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী থেকে দীর্ঘদিন ধরে পলাতক একাধিক মাদক মামলায়র ওয়ারেন্টভুক্ত ও ০৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শ্রী ব্যাজন মার্ডি‘কে গ্রেফতার করেছে র্যাব-৫।শক্রবার (০২মে,২০২৫) বেলা০৩.৩০ টার সময় রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাকন হাট বাজারে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে পলাতক একাধিক মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত ও ০৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শ্রী ব্যাজন মার্ডি (৫৬) কে গ্রেপ্তার করে র্যাব-৫।গ্রেপ্তারকৃত আসামি গোদাগাড়ী থানার সাহাপুর ময়হাপাড়ার মৃতঃ ফকর মার্ডির ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী ।
জেলার গোদাগাড়ী থানার কাকনহাট বাজার এলাকায় ০১ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছদ্মবেশে দীর্ঘদিন থেকে ঢাকা দিয়ে আছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ একটি অভিযান পরিচালনা করে উক্ত সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে। উক্ত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
তার মধ্যে একটি মাদক মামলায় ০৩ বছরের সাজাপ্রাপ্ত হলে তারপর থেকেই আসামী দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে অবস্থান করছিল।উক্ত আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হস্তান্তর করা হয়েছে।