মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনাকে সাস্থ্যকর শহরে পরিনত করার লক্ষ্যে আজ শনিবার সকালে নগরীর হাদিস পার্কে দিনব্যাপী হেলথি সিটি মেলা ( হেলথ এ্যান্ড ওয়েলনেস ফেয়ার) এর উদ্ধোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, সাস্থ্য মেলা খুলনা বাসিকে সাস্থ্য সচেতন করার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। নতুন প্রজন্মের জন্য খুলনাকে সাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে প্রথমে প্রয়োজন নাগরিকদের মানসিকতার পরিবর্তন। বেশি করে এধরণের উদ্যোগ গ্রহণ করতে হবে। যারা এ উদ্যোগটি নিয়েছেন অবশ্যই প্রশংসার দাবী রাখে। মেলায় স্টল সংখ্যা বাড়ানোর জন্য। সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার। এসময় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে ম্যারাথন রান উদ্ধোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন) আবু সায়েদ মো : মনজুর আলম। এসময় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ( এ্যাডমিন এ্যান্ড ফিনান্স) মো: আবু রায়হান মুহাম্মাদ সালেহ, ডেপুটি সিভিল সার্জন ডা: সৈকত মো: রেজওয়ানুল হক, বিশ্বসাস্থ্য সংস্থার প্রগ্রাম অফিসার আসিফ আহমেদ, সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড: মো: মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। শহিদ হাদিস পার্ক থেকে ম্যারাথন রান শুরু হয়ে রুপসা পিটিআই মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। হেলথি সিটি আওয়ারনেস হিসেবে ৭.৫ কিলোমিটার রান অনুষ্ঠিত হয়। এতে নগরীতে বসবাসকারী বিভিন্ন শ্রেনী পেশার ১শত ৫০ জন অংশ নেন। বিশ্বসাস্থ্য সংস্থা, বেসরকারি উন্নয়ন, সংস্থা সিয়াম, এনসিডিসি, বিসিসিপি ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।