মাহমুদুল হাসান আঃ কাদির, দৈনিক প্রভাতী বাংলাদেশ
কিছু নারির জন্য পুরো জাতিতেই কলঙ্ক সইতে হয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ফেমডম সেশন নামে বিকৃত যৌন কার্যক্রম চালিয়ে তা ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবতীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১ মে) ভোররাতে বসুন্ধরার জি-ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে শিখা আক্তার ও সুইটি আক্তার জারাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে চাবুক, বিশেষ পোশাক, হাই হিল বুট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ভাটারা থানা পুলিশের ভাষ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে তদন্তে নামে তারা। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, তিনি ফেসবুকে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এমন কিছু ভিডিও দেখতে পান, যেখানে পুরুষদের উলঙ্গ করে নির্যাতন করা হয় এবং তা মোবাইল ফোনে ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে।
অভিযুক্ত যুবতীরা নিজেদের মিসট্রেস পরিচয়ে পুরুষদের কাছ থেকে টাকা নিয়ে ফেমডম সেশনের নামে এমন কার্যকলাপ পরিচালনা করতেন। একপর্যায়ে অভিযোগকারী আব্দুল্লাহ ফেসবুক মেসেঞ্জারে শিখা আক্তারের সঙ্গে যোগাযোগ করেন এবং বিকাশে টাকা পরিশোধ করে নির্ধারিত ঠিকানায় গেলে চোখের সামনে চলমান নির্যাতনের দৃশ্য দেখতে পান।
ওই অভিযোগের ভিত্তিতে ভাটারা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। গ্রেপ্তার দুই যুবতীকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।