আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি
আশাশুনি উপজেলার দরগাহপুরে মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে দরগাহপুর পূর্বপাড়া সড়কে এ মানববন্ধনের আয়োজন করে ক্ষতিগ্রস্ত পরিবার ও গ্রামবাসী।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মোক্তার আলী গোলদার, ছাবিতা খাতুন, মীম, সোনি খাতুন, এমদাদুল মলঙ্গী, আবু সাইদ গোলদার। বক্তাগণ বলেন, বাদী পান্নারা ঘটনার দিন আসামীদের বাড়িতে হামলা চালায়, মারপিট করে। পান্না, লাদেন, মনিরারা গ্রামের নিরিহ গরীব মানুষের উপর অত্যাচার, নির্যাতন ও মিথ্যা মামলা করে হয়রানী করে আসছে। তাদের অত্যাচারে গ্রামের নিরীহ মানুষেরা অসহায় হয়ে পড়েছে। তারা আমাদেরকে বাড়িছাড়া করতে চায়। বক্তারা মানুষদের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসন, আইন আদালতের কাছে তারা জোর দাবী জানান।